ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচন সামনে রেখে প্রবাসী ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় বাড়ানো এবং বাংলাদেশি পাসপোর্টকে ভোটারের পরিচয়পত্র হিসেবে বিবেচনা করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব দিয়েছে। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রতিনিধিদল জানায়, প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় দূরবর্তী অঞ্চলে বসবাস করেন। ফলে অ্যাপে নিবন্ধন করা কঠিন হয়ে পড়ে। তাই নির্দিষ্ট সময় বাড়ানো হোক, যাতে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটার হতে পারেন।
নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের মধ্যে অনেকের এনআইডি নেই। বাস্তব কারণে বেশিরভাগই এনআইডি করতে পারেননি এবং সব দেশেই নতুন এনআইডি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা প্রস্তাব করেছি, বাংলাদেশি পাসপোর্টকেও ভোটারের পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হোক।
নিবন্ধনের সময়সূচি অনুযায়ী, ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যে (সৌদি আরব ছাড়া) বসবাসরত প্রবাসীরা ভোটার হতে নিবন্ধন করতে পারবেন।
ইসি জানিয়েছে, প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও ভোট দিতে পারবেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লা এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে-মূল নিবন্ধন শেষে যারা বাদ পড়বে, তাদের জন্য অতিরিক্ত নিবন্ধনের ব্যবস্থা থাকবে। এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে।
এসএইচ







































