• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবারও তালিকায় নেই রুমিন ফারহানা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:০৯ পিএম
এবারও তালিকায় নেই রুমিন ফারহানা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ঘোষণার মধ্যেও মনোনয়ন পাননি দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর ফলে বিএনপি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ২৮টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা।

এর আগে ৩ নভেম্বর গুলশানে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ওই সময় মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। নতুন ঘোষণায় এই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

বিএনপির এই পদক্ষেপে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হয়েছে। একই সঙ্গে দলীয় নেতৃত্বের মনোনয়ন বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা দেখা দিয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!