বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট ও ঢাকা বিভাগের একাধিক জেলায় ধারাবাহিক নির্বাচনী জনসমাবেশে অংশ নেবেন। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত চলমান এই কর্মসূচির মাধ্যমে তিনি মোট সাতটি জেলায় বক্তব্য দেবেন।
সূত্র জানায়, তারেক রহমানের নির্বাচনী সফরের সূচনা হবে সিলেট বিভাগ থেকে এবং শেষ হবে নারায়ণগঞ্জে। এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি প্রথমে মাজার জিয়ারত করেন এবং সিলেটেই রাত যাপন করেন।
আজকের প্রথম জনসমাবেশ অনুষ্ঠিত হবে বেলা ১১টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে দ্বিতীয় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে আরেকটি সমাবেশ।
এরপর বিকাল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এবং সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অংশ নেবেন তিনি।
এম







































