• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৃষ্টি নিয়ে অপ্রত্যাশিত খবর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৮, ২০২৬, ১২:৫০ পিএম
বৃষ্টি নিয়ে অপ্রত্যাশিত খবর

ফাইল ছবি

ঢাকা: বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের উঁচু এলাকায় শীতের প্রভাব এখনও তীব্র। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুটা অপ্রত্যাশিত খবর পাওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আটটি জেলায় বৃষ্টি হতে পারে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সাময়িকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশাও পড়তে পারে। পাশাপাশি, রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, শীতের তীব্রতা কিছুটা কমলেও বর্ষার আগাম আভাস পাওয়া যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তাই সেখানে বৃষ্টির সম্ভাবনা চোখে পড়বে আগামী একদিনে।

পিএস

Wordbridge School
Link copied!