• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

ফের বন্ধ ফেসবুক–হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটে ধীরগতি


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক আগস্ট ৪, ২০২৪, ০১:৫৬ পিএম
ফের বন্ধ ফেসবুক–হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটে ধীরগতি

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির মধ্যেই রোববার ৪ (আগস্ট) আবারও মোবাইলফোনের নেটওয়ার্কে ফেসবুক–হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করা হয়েছে।

রোববার ৪ (আগস্ট) দুপুর ১টার দিক থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে এসব সামাজিক মাধ্যম ব্যবহার করতে না পারার অভিযোগ জানিয়েছেন একাধিক গ্রাহক।


গণমাধ্যমের খবর, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে মোবাইলে ইন্টারনেট সেবা। টেলিযোগাযোগ সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, শনিবার অপারেটরদের ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক মিডিয়া ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!