• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মে ১৯, ২০২৫, ০৫:০০ পিএম
ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

ঢাকা: ফেসবুক এখন শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি অনেকের জন্য ব্যক্তিগত ডায়েরি কিংবা স্মৃতির ভান্ডারও। প্রতিদিন কোটি মানুষ তাদের ছবি, লেখা, ভিডিওসহ নানা তথ্য ফেসবুকে শেয়ার করেন। কিন্তু ভুলবশত কখনো কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে গেলে দুশ্চিন্তা হয়, এমনটা অনেকেই অনুভব করেছেন। তবে চিন্তার কিছু নেই। ফেসবুক এমন একটি সুবিধা দিয়েছে, যা ব্যবহার করে ডিলিট হওয়া পোস্ট সহজেই ফিরিয়ে আনা যায়।

আসলে, কোনো পোস্ট মুছে ফেললে তা সঙ্গে সঙ্গে চিরতরে মুছে যায় না। বরং এটি ফেসবুকের ‘রিসাইকেল বিন’ নামের একটি গোপন ফোল্ডারে সংরক্ষিত থাকে ৩০ দিন পর্যন্ত। এ সময়ের মধ্যে চাইলে আপনি পোস্টটি পুনরুদ্ধার করতে পারবেন।

পোস্ট ফিরিয়ে আনতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।

২. উপরের বাম পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে যান।

৩. এবার ডান পাশে ওপরের কোণে থাকা তিনটি ডট আইকনে চাপ দিন।

৪. মেনুতে গিয়ে ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ট্যাপ করুন।

৫. ওপরে থাকা সেকশনগুলো ডানে স্ক্রল করে ‘রিসাইকেল বিন’ খুঁজে বের করে তাতে ট্যাপ করুন।

৬. এখানে আপনি গত ৩০ দিনের মধ্যে ডিলিট করা সব পোস্টের তালিকা দেখতে পাবেন।

৭. যে পোস্টটি ফিরিয়ে আনতে চান, সেটির পাশে থাকা চেকবক্সে ট্যাপ করুন।

৮. এরপর নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করলেই পোস্টটি আপনার প্রোফাইলে ফিরে আসবে। চাইলে ‘আর্কাইভ’ অপশনে রেখে পরেও ব্যবহার করতে পারবেন।

এ প্রক্রিয়া অনুসরণ করলে খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পোস্ট আবার ফিরে পাওয়া সম্ভব। সুতরাং ভুলে কিছু মুছে গেলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই, ফেসবুক আপনাকে সে সুযোগ দিচ্ছে।

ইউআর
 

Wordbridge School
Link copied!