• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জুন ২৭, ২০২৫, ০২:৪৭ পিএম
হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তথ্য খোঁজা থেকে শুরু করে ছবি তৈরি—সবই এখন সম্ভব হচ্ছে মুহূর্তের মধ্যে। এবার সেই সুবিধা মিলছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে।

মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে এআই প্রযুক্তির সংযোজন করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যাট থেকেই কল্পনার মতো ছবি তৈরি করতে পারবেন। এ ফিচারটি মেটার উন্নত এআই প্রযুক্তি দ্বারা চালিত, এবং বর্তমানে নির্দিষ্ট কিছু দেশ ও ভাষায় চালু রয়েছে। যদিও এটি সবার জন্য উন্মুক্ত নয়, তবুও ইংরেজি ভাষায় প্রম্পট টাইপ করে ছবি তৈরি করা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে এআই ইমেজ জেনারেশনের জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে—

১. প্রথমে যে কোনো ইন্ডিভিজ্যুয়াল অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন।

২. মেসেজ ফিল্ডে গিয়ে @ টাইপ করতে হবে এবং এরপর ইংরেজিতে ইমাজিন সিলেক্ট করতে হবে।    

৩. এবার নিজের বক্তব্য বা ব্যবহারকারী যা চাইছেন, তা লিখতে হবে।    

৪. এরপর সেন্ড অপশনে ট্যাপ করতে হবে।    

৫. এবার ব্যবহারকারীর চ্যাটে এআই-জেনারেটেড ছবি সরাসরি চলে আসবে।

৬. শেয়ার্ড কনভার্সেশনে কোল্যাবোরেটিভ ক্রিয়েটিভিটি এনেবল করে এটি। চ্যাটের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে।

এই ফিচার কেবল ছবি তৈরির জন্যই নয়, বরং গ্রুপ চ্যাটে কোল্যাবোরেটিভ ক্রিয়েটিভিটি বাড়াতেও সহায়ক। একাধিক বন্ধু একসঙ্গে আইডিয়া দিয়ে এআই ছবি তৈরি করতে পারবেন, যা চ্যাটকে করবে আরও মজার ও ইন্টারঅ্যাকটিভ।

ধারণা করা হচ্ছে, মেটার এই ফিচার ভবিষ্যতের যোগাযোগকে আরও দৃষ্টিনন্দন ও প্রাসঙ্গিক করে তুলবে।

ইউআর

Wordbridge School
Link copied!