• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত, যাদের পেল পিএসজি


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৭, ২০২১, ০৪:৪৮ পিএম
চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত, যাদের পেল পিএসজি

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের গ্রুপপর্বের ড্র গতকাল রাতে তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হয়েছে।

মোট ৩২টি দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়। তার মধ্যে ২৬টি দল স্বয়ংক্রীয়ভাবে গ্রুপপর্বের জন্য কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল বাছাইপর্ব খেলে এসেছে।

বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। গতবারের সেমি-ফাইনালের দুই প্রতিপক্ষ পিএসজি ও ম্যানচেস্টার সিটি এবার পড়েছে একই গ্রুপে। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ গতবার দুই প্রতিপক্ষ ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ককে পেয়েছে এবারও।  

শিরোপাধারী চেলসি ‘এইচ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামোকে।‘বি’ গ্রুপ ভীষণ কঠিন। স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে আছে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক তিন চ্যাম্পিয়ন লিভারপুল, এসি মিলান ও পোর্তো। অনায়াসেই ‘গ্রুপ অব ডেথ’ বলা যায় এই গ্রুপকে।

গতবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সিটি ও পিএসজি। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে লাইপজিগ ও ক্লাব ব্রুগ।

আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম রাউন্ডের খেলা।

‘এ’ গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ

‘বি’ গ্রুপ: অ্যাথলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান

‘সি’ গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস

‘ডি’ গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ তিরাসপুল

‘ই’ গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ

‘এফ’ গ্রু: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটলান্টা, ইয়াং বয়েজ

‘জি’ গ্রুপ: লিল, সেভিয়া, সালসবুর্গ, ভলফসবুর্গ

‘এইচ’ গ্রুপ: চেলসি, যুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, মালামো

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!