• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের ‘সোনায় সোহাগা’ করে দিলেন রমিজ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:২৪ পিএম
দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের ‘সোনায় সোহাগা’ করে দিলেন রমিজ

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই দেশটির ক্রিকেটে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

দায়িত্ব গ্রহণের পরই এক আনুষ্ঠানিক সভায় নিজের কর্ম-পরিকল্পনার কথা জানান সংবাদ মাধ্যমে। তার এসব কথা-বার্তায় পাকিস্তান ক্রিকেটে সুদিন ফিরবে বলে আশা প্রকাশ করছেন অনেকে।

পদে আসীন হওয়ার পরই অবশ্য সবাইকে চমকেও দিয়েছেন রমিজ। আসতে না আসতে দুই হাইভোল্টেজ কোচকে নিয়োগ দিয়ে দিয়েছেন। একজন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ম্যাথু হেইডেন অন্যজন দক্ষিণ আফ্রিকাকে সদ্য বিদায় জানানো ভার্নন ফিল্যান্ডার।   

সেই ধারাবাহিকতায় এবার ঘরোয়া ক্রিকেটারদের 'সোনায় সোহাগা' করে দিলেন রমিজ। এসেই লিগের ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। পাকিস্তান ঘরোয়া ক্রিকেটারদের বেতন এক লাফে ১ লাখ রুপি হচ্ছে। 

পাকিস্তানের ১৯২ জন ঘরোয়া ক্রিকেটারের বেতন বাড়ছে। গ্রুপ ডির ক্রিকেটারদের বেতনও প্রতি মাসে ২৫০ শতাংশ বাড়বে। বেতন বাড়ানোর কারণে এখন প্রথম শ্রেণি ও গ্রেড প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের বেতন হতে যাচ্ছে ১৪ থেকে ২৫ লাখ রুপি। এর চেয়ে বড় চমক হলো পাকিস্তানের সব বিভাগের ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!