• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হংকংয়ের জালে বাংলাদেশের গোল উৎসব


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৬:৪৯ পিএম
হংকংয়ের জালে বাংলাদেশের গোল উৎসব

ঢাকা: অবশেষে উজবেকিস্তানে বাংলাদেশ মহিলা ফুটবল দল জ্বলে উঠল। আজ রোববার উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে সাবিনারা।

হংকংকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। পাঁচ গোলের মধ্যে চার গোলই অধিনায়ক সাবিনা খাতুনের।

উজবেকিস্তান থেকে এ প্রাপ্তি নিয়েই দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ বড় ব্যবধানে হারের পর এই জয় কিছুটা স্বস্তি হয়ে এসেছে সাবিনাদের জন্য। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ সামনে থাকা দলটির জালে বাংলাদেশের ৫ গোল দেয়াটা কৃতিত্বেরই বটে। যদিও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দুই ম্যাচ মোটেও সুখকর হয়নি।

হংকংয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে চার গোলই করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্যটি করেছেন তহুরা খাতুন। গোল উৎসব শুরু করেছিলেন তহুরা ১৮ মিনিটে। বাকি সময়টা শুধুই সাবিনার। বিরতিতে যাওয়ার আগে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। দ্বিতীয়ার্ধে ৩ গোল করে নিজের এক হালি গোল পূর্ণ করেন সাবিনা। ৪৩ মিনিটে প্রথম গোল করার পর পর্যায়ক্রমে ৫৩, ৫৭ ও ৮৫ মিনিটে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ গোলটি করেন বাংলাদেশ দলের অধিনায়ক।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!