• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২২, ০৬:১২ পিএম
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল বাংলাদেশ

ঢাকা: প্রথমবার আইসিসি নারী চ্যাম্পিয়শিপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৪-১৬ ও ২০১৭-২০ মৌসুমে। এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে খেলেছিল আটটি দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। 

তৃতীয়বারের মতো ২০২২-২৫ মৌসুমে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে আইসিসি, যেখানে যুক্ত করা হয়েছে আরও দুইটি দলকে।

আগামী তিন বছরের আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে খেলবে মোট দশটি দল। নতুন দুইটি দল হলো নারী ওয়ানডে র‍্যাংকিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল ও দশম স্থানে থাকা আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। 

প্রতিটি দলই আটটি ওয়ানডে সিরিজ খেলবে এবং প্রতি সিরিজেই থাকবে তিনটি করে ম্যাচ। সিরিজের চারটি ম্যাচ দেশের মাটিতে ও চারটি ম্যাচ বিদেশের মাটিতে খেলবে দলগুলো।

এই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শেষে শীর্ষ পাঁচ দল ও বিশ্বকাপের আয়োজক দল সরাসরি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলবে এবং বাকি দলগুলোকে কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!