• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফুটবলে সেরা ১০০ খেলোয়াড়ের নাম প্রকাশ 


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৩০, ২০২৩, ০২:৩৬ পিএম
ফুটবলে সেরা ১০০ খেলোয়াড়ের নাম প্রকাশ 

ঢাকা: বিদায়ী বছরের সেরা ১০০ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ নির্বাচনে ২০৬ জন সদস্য ভোট দেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের নির্বাচনে মেসির পর তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপের ফাইনালে চমক দেখানো ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের ফুটবলার করিম বেনজেমা।

গোল করাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ড তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন তালিকার চারে। গত বছর ৪০তম স্থানে থাকা লুকা মদ্রিচ এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছেন।

৩৫ ধাপ এগিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার। তালিকার সেরা দশে নেইমারের জায়গা না হলেও জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের জায়গা হয়েছে ১২তম স্থানে। এছাড়া পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো শীর্ষ ৫০ জনেও জায়গা পাননি।  তিনি জায়গা পেয়েছেন ৫১ নম্বরে। 

তবে এতকিছু ছেড়েও সবার আলোচনায় ল্যাটিনের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার কতজন খেলোয়াড় তালিকায় সুযোগ পেয়েছেন। 

তালিকায় ল্যাটিনের দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় সুযোগ পেয়েছে ব্রাজিলের সর্বোচ্চ ১৪ জন। আর চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পেয়েছেন ১১জন। শীর্ষ দশে উভয় দেশের একজন করে সুযোগ পেয়েছেন।

এদিকে আর্জেন্টিনা থেকে যারা সুযোগ পেয়েছেন- লিওনেল মেসি (১), এমিলিয়ানো মার্টিনেজ (২০), এনজো ফার্নান্দেজ (২১), জুলিয়ান আলভারেজ (৩২), অ্যাঞ্জেলো ডি মারিয়া (৩৮), ম্যাক অ্যালিস্টার (৪৭), রদ্রিগো ডি পল (৪৮), লাউতারো মার্টিনেজ (৭০), ক্রিশ্চিয়ান রোমেরো (৭২), লিসান্দ্রো মার্টিনেজ (৮১), নিকোলাস ওতামেন্দি (১০০)।

অন্যদিকে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র (৮), নেইমার জুনিয়র (১২), ক্যাসিমেরো (১৫), অ্যালিসন বেকার (৩৪), এডারসন (৫৪), রিচার্লিসন (৬১), গ্যাব্রিয়েল জেসুস (৬২), মার্কুইনহোস (৬৫), এডার মিলিটাও (৬৭), থিয়াগো সিলভা (৭৫), ফ্যাবিনহো (৭৭), ব্রুনো গুইমারেস (৯০), রোদ্রিগো (৯৩), গ্যাব্রিয়েল বারবোসা (৯৯)।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!