• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

নীরবে ঢাকায় ফিরে বিসিবিতে সাকিব


ক্রীড়া ডেস্ক জুন ৬, ২০২৩, ০৪:২২ পিএম
নীরবে ঢাকায় ফিরে বিসিবিতে সাকিব

ঢাকা: টেস্ট খেলবেন না সাকিব আল হাসান। তাই যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের রেখে ঢাকায় আসবেন কিনা, সেটা নিয়েও তেমন সাড়াশব্দ ছিল না। এরই মধ্যে জানা গেলো খবর, দেশে ফিরেছেন সাকিব।

আজ (৬ জুন) সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ছেলে-মেয়েদের সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা যায় সাকিবকে। তাই অনেকে ধরেই নিয়েছিলেন, সাকিব এখনো যুক্তরাষ্ট্রে আছেন।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানিয়েছেন, সাকিব দেশে ফিরেছেন সোমবার সকালেই। যেহেতু নীরবেই এসেছেন, তাই অনেকে খবরটা জানেন না।

এদিকে ১৪ জুন থেকে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট। সাকিব চোটে থাকায় টেস্ট দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

তবে জাতীয় দলের অনুশীলনে ঠিকই উপস্থিত ছিলেন সাকিব। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজ দুপুরে মিরপুর শেরেবাংলায় টাইগারদের অনুশীলন ছিল। হঠাৎই সাকিবকে দেখা যায় স্টেডিয়ামে প্রবেশ করতে। এসময় তার তার চোটাক্রান্ত আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!