• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাহমুদউল্লাহকে নিয়েই এশিয়া কাপের প্রাথমিক দল


ক্রীড়া ডেস্ক জুলাই ২৯, ২০২৩, ০৩:৩৬ পিএম
মাহমুদউল্লাহকে নিয়েই এশিয়া কাপের প্রাথমিক দল

ঢাকা: ওয়ানডে দলে ফেরার লড়াইয়ে প্রতিদিনই মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ তিনটি সিরিজে জাতীয় দলের অংশ না হলেও এশিয়া কাপ ও বিশ্বকাপ মিশনের আগে তাকে ফেরার রাস্তা তৈরি করে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত সূত্রে জানা গেছে মাহমুদউল্লাহ নিয়েই নির্বাচকরা গড়েছেন ক্যাম্পের প্রাথমিক দল।

সোমবার মিরপুরে শুরু হবে টিম টাইগার্সের কন্ডিশনিং ক্যাম্প। জানা গেছে ২৫ থেকে ৩০ জন ক্রিকেটারকে রাখা হবে প্রাথমিক স্কোয়াডে। আগামীকাল রোববার প্রকাশ করা হতে পারে খেলোয়াড় তালিকা। এদিকে আগামী ৬ আগস্টের মধ্যে এশিয়া কাপের জন্য টাইগারদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা।

ওয়ানডে দলপতি তামিম ইকবাল এখন ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে শঙ্কা রয়েছে। তাই তার (তামিম) পরিবর্তে বাড়তি একজন ওপেনার ডাক পাওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে। এই লড়াইয়ে এগিয়ে থাকছেন রনি তালুকদার ও নাঈম শেখ।

অন্যদিকে দলের সাত নম্বর পজিশন নিয়ে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে আফিফ হোসেনের ওপর আস্থা রাখা হলেও এর প্রতিদান দিতে ব্যর্থ তিনি। এবার সেই আস্থায় নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দল থেকে বাদপড়া সৌম্য সরকার।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!