• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি শুরু ৮ আগস্ট থেকে 


ক্রীড়া ডেস্ক আগস্ট ৫, ২০২৩, ১২:০৯ পিএম
টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি শুরু ৮ আগস্ট থেকে 

ঢাকা: ৩ দিনের ফিটনেস ক্যাম্প শেষ। আগামী ৮ আগস্ট শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৭ আগস্ট ছুটি কাটিয়ে দেশে ফিরবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

এখন দেখার বিষয়, নির্বাচকরা কি তার সঙ্গে কথা বলে আগেভাগেই ৩২ জনের দল ছোট করে আনেন কিনা। যদি হেড কোচের সঙ্গে বসে ক্রিকেটার বাছাইয়ের কাজ সারেন নির্বাচকরা, তখন অনুশীলন শুরু হতে একদিন দেরিও হতে পারে।

তবে যেহেতু এটাই চূড়ান্ত দল নয়, নির্বাচকদের দেওয়া আভাস, ২০ থেকে ২২ জনের দলকে নিয়ে হবে এশিয়া কাপের প্রস্তুতি। সেটা হয়তো হাথুরুসিংহে দেশে ফেরার আগে মুঠোফোন আলাপেও সেরে ফেলতে পারেন প্রধান নির্বাচক।

জানা গেছে, তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর আজ সন্ধ্যায়ও দীর্ঘ সময় হেড কোচ হাথুরুসিংহে মুঠোফোন আলাপে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে। তার এশিয়া কাপের সম্ভাব্য দল নির্বাচন, গঠন শৈলি ও তামিমের বিকল্প নিয়েও কথা বলেছেন।

তামিমের সম্ভাব্য বিকল্প কে বা কারা, জিজ্ঞেস করা হলে নান্নু জানান, ‘সম্ভাব্য বিকল্প তৈরিই আছে। সম্ভাব্য বিকল্প আগেই ঠিক করা ছিল।’

তিনি কে? নাম জানতে চাওয়া হলে নান্নুর কৌশলী জবাব, ‘আছে।’ তিনি কি বাঁহাতি না ডানহাতি? প্রধান নির্বাচকের উত্তর, ‘নাহ, ঠিক একজন না, আছে কজন। ঠিক একজন নয়, দুই তিনজনকে আমরা সম্ভাব্য চয়েজ ধরে রেখেছি।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!