• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার ফেসবুক পোস্টে কি অবসরের ইঙ্গিত দিলেন তামিম?


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০১:০৪ পিএম
এবার ফেসবুক পোস্টে কি অবসরের ইঙ্গিত দিলেন তামিম?

ঢাকা: বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিম ইকবাল নেই। তাকে ছাড়াই ১৫ সদস্যের দল নিয়ে ভারতের গেছে টাইগাররা। এ নিয়ে গতকাল বুধবার অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। ভিডিও বার্তায় কথা বলেছেন তামিম নিজেও। এরপর একটি টেলিভিশনে সাকাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। তারা দুজনই এ বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি যুক্তি দিয়েছেন। এবার তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচের তারিখ উল্লেখ করেছেন। তবে কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন এই তারকা?

গত ২৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও এশিয়া কাপ না খেলা তামিম একাদশে ফেরেন। এমনকি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানও (৪৪) করেন দেশ সেরা এই ওপেনার। যদিও তৃতীয় ম্যাচে ফিটনেস ইস্যুতে বিশ্রামে যান তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের এখন পর্যন্ত সেটিই শেষ ম্যাচ।

ফেসবুক পোস্টে সেই ম্যাচে নিজের করা একটি শটের ছবি দিয়ে তামিম ক্যাপশনে লেখেন, সবসময় আলোর দিকে এগিয়ে যাবেন, অন্ধকার এমনিতেই আপনার পেছনে পড়ে যাবে। বনাম নিউজিল্যান্ড, সেপ্টেম্বর ২৩, মিরপুর।

এর আগে যে ১৫ জন বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন, তাদের শুভকামনা জানিয়ে সাবেক এ অধিনায়ক বলেন, ‘দিন শেষে যে ১৫ জনই বিশ্বকাপে গেছে, তাদের অনেক অনেক শুভকামনা জানাই। আশা করি তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসবে।’

এমএস

Wordbridge School
Link copied!