• ঢাকা
  • বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
দ্রুত ম‍্যাচ শেষ করার লক্ষ‍্য বাংলাদেশের

স্মরণীয় জয়ের হাতছানি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৩, ০৯:৪৪ এএম
স্মরণীয় জয়ের হাতছানি

ঢাকা : ভরাডুবির বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো খেলতে নেমে অবিস্মরণীয় এক জয়ের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। পূর্ণ শক্তির নিউজিল‍্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের অনির্বচনীয় স্বাদ পাওয়ার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

৩৩২ রানের ভীষণ কঠিন লক্ষ‍্য তাড়ায় ৭ উইকেটে ১১৩ রানে চতুর্থ দিন শেষ করে নিউ জিল‍্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন সফরকারীদের চাই আরও ২১৯ রান। বাংলাদেশ চাই কেবল শেষ ৩ উইকেট।

চতুর্থ দিন উইকেটে বোলারদের জন‍্য বেশ সহায়তা ছিল। পঞ্চম দিন সেটা আরও বাড়ার কথা। ব‍্যাটসম‍্যানদের টিকে থাকার পথ আরও কঠিন-ই হওয়ার কথা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানদের সামর্থ‍্যে আস্থা রেখে ম‍্যাচ দ্রুত শেষ করার আশা বাংলাদেশের।

সাত উইকেট হারিয়ে ফেললেও আশা ছাড়ছে না নিউ জিল‍্যান্ড। ৪৪ রানে অপরাজিত ড‍্যারিল মিচেলকে ঘিরে স্বপ্ন দেখছে তারা। লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যানদের নিয়ে যতটা সম্ভব লড়াই করতে মিচেলই তাদের ভরসা।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৩৮

নিউজিল‍্যান্ড ২য় ইনিংস: (লক্ষ‍্য ৩৩২) ৪৯ ওভারে ১১৩/৭ (ল্যাথাম ০, কনওয়ে ২২, উইলিয়ামসন ১১, নিকোলস ২, মিচেল ৪৪*, ব্লান্ডেল ৬, ফিলিপস ১২, জেমিসন ৯, সোধি ৭*; শরিফুল ৬-২-১৩-১, মিরাজ ১১-৩-৩১-১, তাইজুল ২০-৭-৪০-৪, নাঈম ১০-১-২৪-১, মুমিনুল ২-০-৫-০)

এমটিআই

Wordbridge School
Link copied!