• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের টার্গেট ৫১১, জয়-জাকিরের সতর্ক শুরু


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২, ২০২৪, ১১:৪৫ এএম
বাংলাদেশের টার্গেট ৫১১, জয়-জাকিরের সতর্ক শুরু

ঢাকা: ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাতে ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড ৫১১ রান করতে হবে বাংলাদেশকে। ইনিংস ঘোষণার সময় প্রবাত জয়াসুরিয়া ২৮ ও বিশ্ব ফার্নান্ডো ৮ রানে অপরাজিত ছিলেন। 

৪৫৫ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করল তারা। এ সময়ে বাংলাদেশ নিতে পেরেছে শুধু অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট। যিনি সাকিবের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের ৪১তম ফিফটি। জবাবে ৫ ওভারেই বিনা উইকেটে ২০ রান।

টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। তাই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে তাদের সর্বোচ্চ ৪১৩ রান, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই।

চতুর্থ দিন ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে লঙ্কানরা। পঞ্চাশ ছুঁয়ে আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ইনিংসের মতো এবারও ২৮ রান করেছেন প্রাবাথ জায়াসুরিয়া।

আগের দিনের ৪ উইকেটের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি হাসান মাহমুদ। দুই ইনিংস মিলে ৬ উইকেটে সন্তুষ্ট থাকতে হলো অভিষিক্ত পেসারকে।

এআর

Wordbridge School
Link copied!