• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথম টি-টোয়েন্টিতে ‘গাছের পাতাও নড়তে দেবে না’ পুলিশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩, ২০২৪, ০৩:৪৪ পিএম
প্রথম টি-টোয়েন্টিতে ‘গাছের পাতাও নড়তে দেবে না’ পুলিশ

ঢাকা: ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু গোয়ালর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাও আছে। যে কারণে মাঠে আসার দুটি রাস্তার মধ্যে একটি পুলিশ বন্ধ করে রেখেছে। 

মাঠের ভেতরেও পুলিশের ভিড় দেখা গেল। জানা গেছে, দুই দলের টিম হোটেলেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কানপুরের মতো গোয়ালিয়রেও হোটেল থেকে খেলোয়াড়দের বের হওয়া নিষেধ।

গোয়ালিয়রের এক পুলিশ কর্মকর্তা এক পুলিশ কর্মকর্তা জানান, সব মিলিয়ে এ ম্যাচের নিরাপত্তায় গোয়ালিয়রের পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছেন। কানপুর টেস্টের মতো গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হিন্দু মহাসভার হামলা করার হুমকি আছে। 

গোয়ালিয়রের স্থানীয় সাংবাদিক বিজয় জানান, বাংলাদেশ দলের গোয়ালিয়র আসা নিয়ে হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে। ছিল অন্যান্য ধর্মীয় সংগঠনও। পুলিশ এর মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা আরেক পুলিশ কর্মকর্তা কঠোর নিরাপত্তার আশ্বাস দিয়ে বললেন, ‘আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’

বাংলাদেশ দল আজ দুপুরে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে। সন্ধ্যায় আসবে ভারতীয় দল। আগামীকাল সন্ধ্যায় অনুশীলন বাংলাদেশ দলের, দুপুরে ভারতের। রোববার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এআর

Wordbridge School
Link copied!