• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

এই হোয়াইটওয়াশ হজম করা কঠিন: রোহিত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩, ২০২৪, ০৩:৫৬ পিএম
এই হোয়াইটওয়াশ হজম করা কঠিন: রোহিত

ঢাকা: মাত্র ক'দিন আগেই শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারে নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড এবার ভারতকে তাদেরই মাটিতে ৩-০ ব্যবধানে করেছে হোয়াইটওয়াশ। 

ভারত যখন তৃতীয়বারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখছে, তখন বিরাট ধাক্কা লেগেছে এই নজিরবিহীন পরাজয়ে। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অকপটে স্বীকার করলেন, এমন পরাজয় হজম করা কঠিন। 

একটি হারই রোহিতের কাছে মেনে নেওয়া কঠিন। সেখানে টানা তিন-তিনটি হার তাও কিনা ঘরের মাঠে। রোহিত মেনে নিচ্ছেন, তার দল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতেই পারেনি। 

তিনি বলেন, 'একটি সিরিজ হারা বা একটি ম্যাচ হারা কখনই সহজ ব্যাপার নয়। এটা এমন কিছু হয়েছে যা হজম করা কঠিন। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। পুরো সিরিজ জুড়েই নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা অনেক ভুল করেছি। প্রথম দুই টেস্টে প্রথম ইনিংসে রান কম করেছি। এবার ২৮ রানের লিড পেলাম, লক্ষ্যও তাড়া করার মতোই ছিল। গোটা দল হিসেবেই আমরা ব্যর্থ।'

৪৭ রান তাড়া করতে নেমে রোহিত খেলছিলেন ওয়ানডে মেজাজে। তিনি বিদায় নিতেই খেই হারায় দল। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত হারের ব্যবধান মাত্র ২৫ রান। রোহিত জানালেন কেন ৩ দিন হাতে রেখেও তাড়াহুড়ো করছিলেন, 'এমন লক্ষ্য তাড়া করতে নামলে আপনি যত দ্রুত সম্ভব রান করতে চাইবেন। 

আমার মাথায়ও এটাই ছিল। তবে কাজে লাগেনি। ফলপ্রসূ না হলে মনে হয় পরিকল্পনাটা ভালো ছিল না। এই সিরিজে এমন অনেক পরিকল্পনাই কাজে আসেনি। এই কন্ডিশনে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি যার মাশুল গুনতে হলো।'

এই সিরিজকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে রোহিত অধিনায়ক হিসেবে নিজের ব্যর্থতাও স্বীকার করেছেন। তিনি বলেন, 'এটা দুর্ভাগ্যজনক এক সিরিজ। অধিনায়ক হিসেবেও নিজের সেরাটা দিতে পারিনি, ব্যাট হাতেও না। গোটা ইউনিট হিসেবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছি।'

এআর

Wordbridge School
Link copied!