• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবশেষে গোল পেলেন এমবাপ্পে, বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৪, ০২:৪০ পিএম
অবশেষে গোল পেলেন এমবাপ্পে, বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

ঢাকা : শুরুর বিবর্ণতা ঝেড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিল রিয়াল মাদ্রিদ। জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপেরা। জিরোনাকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার (৭ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয় গোলটি করেন এমবাপে।

দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলিংহ্যাম। শেষ বাঁশি বাজার পর অবশ্য মাঠে নামেন তিনি। ধারণা করা হচ্ছে, গুরুতর নয় তার চোট।

আগের ১১ ম্যাচের পাঁচটিতেই হার, রেয়াল ও কোচ আনচেলত্তির সমালোচনা হচ্ছিল অনেক। এই জয় তাদের জন্য তাই বড় স্বস্তির।

লিগে গত রাউন্ডে আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।

প্রথম আধা ঘন্টায় একটু পরপরই রেয়ালের রক্ষণে ভীতি ছড়ায় জিরোনা। ত্রয়োদশ মিনিটে ব্রায়ান হিলের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ২৮তম মিনিটে ডনি ফন ডি বিকের শট ক্রসবারের একটু ওপর দিয়ে উড়ে যায়।

এই সময়ে রেয়াল সুযোগই তৈরি করতে পারেনি সেভাবে। ৩৪তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে তারা। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের শট ঝাঁপিয়ে ঠেকান জিরোনার গোলরক্ষক। পরের মিনিটে এমবাপের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

৩৬তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান বেলিংহ্যাম।

লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার।

৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রেয়াল। অধিনায়ক লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহ্যাম। প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গিলের।

এই মৌসুমে রেয়ালের হয়ে তরুণ মিডফিল্ডারের প্রথম গোল এটি।

৬২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সবশেষ তিন ম্যাচে দুটি পেনাল্টি মিস করা এমবাপে। মদ্রিচের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি তারকা।

রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১১টি, যার ৯টি লা লিগায়।

চোট পেয়ে মাঠে চিকিৎসা নিয়ে ৬১তম মিনিটে মাঠ ছাড়েন বেলিংহ্যাম। তার জায়গায় নামেন দানি সেবাইয়োস।

৮১তম মিনিটে এমবাপের জায়গায় তরুণ ব্রাজিলিয়ান এন্দ্রিককে নামান রেয়াল কোচ। পরিষ্কার সুযোগ যদিও আর তৈরি করতে পারেনি কেউ।

১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, দিনের প্রথম ম্যাচে রেয়াল বেতিসের সঙ্গে ২-২ ড্র করে কাতালান দলটি।

১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।

১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে আট নম্বরে।

এমটিআই

Wordbridge School
Link copied!