• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফাইনালে সেরা তামিম, টুর্নামেন্টসেরা মিরাজ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:৩৬ এএম
ফাইনালে সেরা তামিম, টুর্নামেন্টসেরা মিরাজ

ঢাকা: যোগ্য নেতৃত্বে বরিশালকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করলেন তামিম ইকবাল। শুধু তাই নয় সামনে থেকে নেতৃত্ব দিয়ে হয়েছেন ফাইনাল সেরাও।

চিটাগং কিংসের ছুড়ে দেয়া ১৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করে বরিশাল যে রুদ্ধশ্বাস জয় পেয়েছে, তার বড় কারিগর তামিম। 

দুর্দান্ত নেতৃত্বের সঙ্গে রান তাড়ায় ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৯ চার আর এক ছক্কায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তামিম। যে ইনিংসেই মূলত রান তাড়ার ভিত পেয়েছিল বরিশাল।


 
এদিকে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে টুর্নামেন্টসেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নেতৃত্ব দিয়ে দলকে প্লে-অফে তুলেছেন। ১৪ ম্যাচে ২৭.৩০ গড় আর ১৩২.৯৫ স্ট্রাইকরেটে ৩৫৫ রান করেন তিনি।

এছাড়া বল হাতে ৭.৭১ ইকোনমিতে ১৩ উইকেটও শিকার করেন মিরাজ। সবমিলিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতা কত বড় জিনিস, সেটিই দেখালেন তামিম ইকবাল। যোগ্য নেতৃত্বে টানা দ্বিতীয়বার ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন তো করলেনই, হলেন ফাইনালের সেরা খেলোয়াড়ও।

এআর

Wordbridge School
Link copied!