• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতের বিরুদ্ধে জয়ের আশায় পাকিস্তানে হিন্দু-খ্রিস্টানদের প্রার্থনা


স্পোর্টস ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৯:২৯ পিএম
ভারতের বিরুদ্ধে জয়ের আশায় পাকিস্তানে হিন্দু-খ্রিস্টানদের প্রার্থনা

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতে সরফরাজ আহমেদের পাকিস্তান।

সেই ট্রফি ধরে রাখার ভিশন সামনে রেখে এবারের আসরে মাঠের লড়াইয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। ৫০ ওভার শেষ না খেলেই গুটিয়ে গেছে ২৪১ রানে। জবাবে জয়ের লক্ষ্যে ছুটছে ভারত।

তবে ভারতের বিপক্ষে এই ম্যাচে নিজ দেশের জন্য ব্যাপকভাবে দোয়া ও প্রার্থনা করছে পাকিস্তানের জনগণ। বিশেষ করে পাকিস্তানের হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় ভারতের বিরুদ্ধে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন এবং তারা পাকিস্তান ক্রিকেট দলের প্রতি জোরালো সমর্থন জানাচ্ছেন।

শুধু তা-ই নয়, পাকিস্তানের বিভিন্ন মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সবাই পাকিস্তানের বিজয়ের জন্য নিজ নিজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন।

এদিন হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরগুলোতে বিশেষ পূজা আয়োজন করেছে, যেখানে তারা পাকিস্তান ক্রিকেট দলের জয় কামনা করেছে। এমনই এক সমর্থক বলেন, ‘পাকিস্তানের শাহীনেরা ভারতের অহংকারকে ভেঙে দিয়ে একটি নির্ধারিত জয় অর্জন করবে’।

একইভাবে দেশটির খ্রিস্টান সম্প্রদায় তাদের গির্জায় বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করেছে। তারা মনে করে, ‘পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি অপমানজনক হারিয়ে জাতীয় গর্ব বৃদ্ধি করবে’।

এক ভক্ত জানিয়েছেন, ‘ভারত অহংকারী। তাই তারা পাকিস্তানে আসেনি। ঈশ্বর এমন অহংকারকে পদদলিত করবে’।

এই ইভেন্টের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় একসঙ্গে ক্রিকেটের জন্য তাদের একক উদ্দীপনা এবং দলের প্রতি অবিচল সমর্থন দেখিয়েছে। নিজ দলের প্রতি এই একতা ও উত্সাহ দেশজুড়ে শেয়ার করা ক্রিকেটের প্যাশন এবং পাকিস্তান ক্রিকেট দলের জন্য দৃঢ় সমর্থনকে প্রতিফলিত করে। 

সূত্র: জিও নিউজ

আইএ

Wordbridge School
Link copied!