• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে


ক্রীড়া ডেস্ক মে ৬, ২০২৫, ১০:২১ পিএম
আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে

ঢাকা: চোট থেকে সেরে উঠতে মাসখানেক সময় লাগবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর তাসকিনকে এক মাসের পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলা হয়েছে। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ জানিয়েছেন তাসকিনের চিকিৎসার সর্বশেষ অবস্থার কথা।

লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন-স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন।

গত বছরের অক্টোবর থেকেই গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়েই ম্যাচও খেলছিলেন। তবে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে, যা একপর্যায়ে সমস্যা তৈরি করে বোলিংয়েও। এরপর ২৭ এপ্রিল লন্ডনে উড়াল দেন তাসকিন।

আজ থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তাসকিন। বাংলাদেশ দল পাকিস্তানে যাওয়ার আগপর্যন্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীন তার এই প্রক্রিয়া চলবে। ফিজিও বায়েজীদুল ইসলামের সঙ্গে পুরো পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

চোটের কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তাসকিন। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও তাকে রাখা হয়নি।

এআর

Wordbridge School
Link copied!