• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মিরাজ


ক্রীড়া ডেস্ক মে ১৪, ২০২৫, ০২:২২ পিএম
আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মিরাজ

ঢাকা: সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন এই অলরাউন্ডার। 

এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসসেরার পুরস্কার জিতলেন টাইগার এই অলরাউন্ডার। 

বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে। 

ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ। এ ছাড়া তৃতীয় বাংলাদেশি হিসেবে এ অর্জন। এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও মাসসেরা হয়েছিলেন। 

এআর

Wordbridge School
Link copied!