• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের নন্দিত প্রত্যাবর্তনের ইতিহাস


ক্রীড়া ডেস্ক জুন ৯, ২০২৫, ০৬:২০ পিএম
ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের নন্দিত প্রত্যাবর্তনের ইতিহাস

ঢাকা: কার্লোস আলকারাজ যখন কোর্ট ফিলিপ-শাত্রিয়ের বেসলাইনে দাঁড়িয়ে সার্ভ করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতাটা ছিল নির্মম। 

রোববার (৮ জুন) ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে বিশ্বসেরা ইয়ানিক সিনারের বিপক্ষে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টে পিছিয়ে ছিলেন আলকারাজ। 

ইতিহাসের অধিকাংশ টেনিস খেলোয়াড়দের জন্য, এটি ছিল হার মেনে নেওয়ার মুহূর্ত। কিন্তু আলকারাজ অন্যরকম। সেখান থেকে ম্যাচ এবং ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতলেন এই তরুণ স্প্যানিশ।

মাত্র ২২ বছর বয়সেই টেনিসের সবচেয়ে বড় মঞ্চে বারবার নিজেকে প্রমাণ করে চলেছেন এই স্প্যানিশ তারকা। এবারের ফরাসি ওপেন ফাইনালে তিনি যা করে দেখালেন, তা নিঃসন্দেহে টেনিসের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন।

পাঁচ ঘণ্টা ২৯ মিনিট ধরে চলা ম্যাচে, সিনারকে ৪-৬, ৬-৭ (৪), ৬-৪, ৭-৬ (৩), ৭-৬ (১০-২) সেটে হারিয়ে শিরোপা রক্ষা করলেন আলকারাজ। এই জয়ের মাধ্যমে তিনি ওপেন যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোর শিরোপা ধরে রাখলেন ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে (বিয়র্ন বর্গ ও রাফায়েল নাদাল)।

এটি ছিল আলকারাজ ও সিনারের মধ্যকার বহুপ্রতীক্ষিত প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল, যা এক নতুন যুগের সূচনা করল।

টেনিসের বিগ ফোর (রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে) যগের পর, এই দুজনকে সবচেয়ে বড় তারকা বিবেচকা করা হচ্ছে। ম্যাচের শুরুতে দুই সেটে পিছিয়ে পড়েও থেমে যাননি আলকারাজ। চতুর্থ সেটে ৫-৩ ব্যবধানে পিছিয়ে যান এবং ০-৪০ থেকে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে ম্যাচ ফিরিয়ে আনেন। সেই সময় খেলায় ২-১ব্যবধানে এগিয়ে ছিলেন সিনার। সেখান থেকে সেট জেতেন। পঞ্চম সেটেঈ সেই টানটান উত্তেজনা। টাইব্রেকেই নির্ধারিত হলো চ্যাম্পিয়নশিপ।

সিনার আগের ৪৯ ম্যাচের মধ্যে মাত্র দুটি হেরেছিলেন, দুটিই আলকারাজের বিপক্ষে। এবারও ব্যতিক্রম হলো না। আলকারাজের সামনে হেরে ফাইনালে কাঁদলেন এই ইতালিয়ান তারকা।

মন্টে কার্লো ও রোমে মাস্টার্স ১০০০ শিরোপা জয় করে এর আগেই ক্লে কোর্টে ১৯-০ রেকর্ড গড়েছিলেন আলকারাজ। প্যারিসে এসে সেই অপ্রতিরোধ্য ফর্ম ধরে রাখলেন। আর তার এই অলৌকিক জয় জানিয়ে দিল, নতুন রাজা এসে গেছে, যিনি চাপের মুখেও নিজের বিশ্বাস হারান না।

এনএ/এআর

Wordbridge School
Link copied!