ঢাকা: বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচকে ঘিরে জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হল নিরাপত্তা মহড়া।
সোমবার (৯ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় ডিএমপির সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ দমন বিভাগ (সিটিটিসি)-এর আওতাধীন বিভিন্ন বিশেষায়িত ইউনিট।
এ মহড়ায় অংশ নেয় সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং প্রশিক্ষিত কুকুরসহ কাইন ইউনিট। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোনো সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া প্রদর্শন এবং ম্যাচ চলাকালে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতির সক্ষমতা যাচাই।
জানা যায়, ম্যাচ চলাকালীন পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন। যান চলাচল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও কেনাইন ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। ম্যাচে অংশ নিতে আসা দর্শকদের সহনশীলতা ও সহযোগিতা কামনা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, মহড়ায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
এআর