• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আবারো বিগ ব্যাশে দল পেলেন রিশাদ


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০২৫, ০২:৩৮ পিএম
আবারো বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

ঢাকা: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন।

মেলবোর্নের এনইপি স্টুডিওতে ড্রাফটের ১৩ নম্বরে ডাকে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

বিগ ব্যাশ লিগে সর্বশেষ মৌসুমেও রিশাদকে কিনেছিল হোবার্ট। তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় তখন বিসিবি তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। রিশাদ না খেললেও সেবার চ্যাম্পিয়ন হয় হোবার্ট, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।

আজকের ড্রাফটে আগ্রহের কেন্দ্রে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা; বিশেষ করে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ড্রাফটে তিনিই প্রথম ‘পিক’ হিসেবে নির্বাচিত হন। সব মিলিয়ে সাতজন পাকিস্তানি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এবারের আসরে।

বিগ ব্যাশে এবারই প্রথমবারের মতো পুরো মৌসুম খেলবেন আফ্রিদি। কোনো দ্বিধা ছাড়াই তাই তাকে প্রথম ডাকে দলে টেনে নেয় ব্রিসবেন হিট। এই দলে আছেন স্পেনসার জনসন, মাইকেল নেসার, জাভিয়ের বার্টলেটরা।

হারিস রউফকে দলে রাখতে ‘রিটেনশন পিক’ ব্যবহার করতে হয় মেলবোর্ন স্টারসকে। তাকে দলে নিতে আগ্রহ দেখায় অ্যাডিলেড স্ট্রাইকার্স, তারা দ্বিতীয় পিকেই তাকে নিতে চেয়েছিল। কিন্তু মেলবোর্ন স্টার্স তাকে ছাড়েনি।

চতুর্থ পিকে মোহাম্মদ রিজওয়ানকে দলে টেনেছে মেলবোর্ন রেনেগেডস। যদিও দলটিতে আগেই উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টিম সাইফার্টকে প্রিসাইনিং হিসেবে রাখা ছিল, তবু রিজওয়ানকে দলে নিয়েছে দলটি।

ড্রাফটে বাংলাদেশের মোট ১১ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। 

ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। তাদের মধ্যে একমাত্র রিশাদই দল পেয়েছেন। হোবার্ট ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে নিয়েছে।

বিগ ব্যাশে এবারের আসর শুরু ২১ ডিসেম্বর।

এআর

Wordbridge School
Link copied!