• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাইলস্টোন দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোক


ক্রীড়া ডেস্ক জুলাই ২১, ২০২৫, ০৫:৩১ পিএম
মাইলস্টোন দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোক

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে আকস্মিক এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, 'উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। 

এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।'

পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা।

বিসিবি বলেছে, 'ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া রইলো।'

এ ছাড়া শোক জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও। তারা বলেছে, 'এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও ব্যথিত।'

এআর

Wordbridge School
Link copied!