• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লিটনদের ছক্কা হাঁকানো শেখাতে আসছে নতুন কোচ


ক্রীড়া ডেস্ক জুলাই ২৭, ২০২৫, ০৩:৪৭ পিএম
লিটনদের ছক্কা হাঁকানো শেখাতে আসছে নতুন কোচ

ঢাকা: মডার্ণ ডে ক্রিকেটে চলছে চার-ছক্কার ফুলঝুড়ি। বিশেষ করে টি-টোয়েন্টিতে চলছে রান উৎসব। সেইদিক থেকে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে তাই পাওয়ার হিটিং শেখাতে বিশেষজ্ঞ কোচ আনতে চায় বিসিবি, কথাটা আগেই জানা গেছে। এবার জানা গেল কোচ হিসেবে আসবেন কে?

বিশ্বজুড়ে ব্যাটারদের ছক্কা হাঁকানো শেখানোর কাজ করেন বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। 

আগস্টে ঢাকায় পৌঁছে তিন সপ্তাহ জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এই ইংলিশ কোচ। তার অধীনে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপের প্রস্তুতি নেবে টাইগাররা।

এশিয়া কাপ সামনে রেখে ৬ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। জুলিয়ান উড ক্যাম্প শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন বলে বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে।

উড এর আগে বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সঙ্গে কাজ করেছেন। তিনি নিজেও বিসিবির পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করে বলেন। ক্রিকবাজকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ফিল সিমন্সের সঙ্গে কথা বলছি। মূলত আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি। যদিও এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে সম্ভাবনা অনেক বেশি। আপনারা তো বিসিবির সঙ্গেও কথা বলেছেন। আগস্টে এশিয়া কাপের আগে আমি ঢাকায় যাচ্ছি। এরপর থাকবো কিনা সেটা বিসিবির ওপর নির্ভর করছে।’

পাওয়ার হিটিং বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে উড বলেন, ‘আমার মনে হয় ওখানে অনেক প্রতিভা আছে। সবসময়ই ছিল। সাদা বলের ক্রিকেটে এখন ব্যাটিংয়ের বড় অংশ হয়ে গেছে শক্তি দিয়ে শট খেলা। আমার কাজ হবে তাদের তথ্য দেওয়া, কীভাবে তারা তাদের শক্তি ব্যবহার করতে পারে, কীভাবে আরও কার্যকরভাবে সেই শক্তি কাজে লাগাতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘এই তিন সপ্তাহ নিয়ে আমি খুবই আগ্রহী। কারণ, আমার অতীতে ওখানে কাজ করার অভিজ্ঞতা আছে। কয়েক বছর ধরেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। অবশেষে এটি হচ্ছে, আমি খুশি।’

শুধু পাওয়ার হিটিং কোচই নয়, মানসিক শক্তি বাড়াতে বিসিবি একজন স্পোর্টস সাইকোলজিস্টও নিয়োগ দিতে যাচ্ছে। বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমরা একজন স্পোর্টস সাইকোলজিস্ট আনতে চাই। তার সঙ্গে স্থানীয় কাউকে রাখারও পরিকল্পনা আছে, যাতে ভাষার সমস্যা না হয় এবং স্থানীয়রা শিখতেও পারে।’

জানা গেছে, আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করা ডেভিড স্কট এই পদের জন্য বিবেচনায় আছেন। তিনি খেলাধুলা ও ব্যায়ামের মনোবিজ্ঞান নিয়ে পড়ান এবং বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন।

এআর

Wordbridge School
Link copied!