ঢাকা: সিরিজের প্রথম ম্যাচটি ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে-৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে।
১৪তম ওভারে প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন ছক্কা রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান।
তাতে তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস, লিটনরা টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতলেন।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ৪১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিত হয়।
দলের জয়ে ৪০ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন লিটন দাস। আর ২৩ বলে ২১ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন।
এআর







































