• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জোড়া গোলে দেশের মাটিতে শেষটা রাঙালেন মেসি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৯:২১ এএম
জোড়া গোলে দেশের মাটিতে শেষটা রাঙালেন মেসি

ঢাকা: বুয়েন্স আয়ার্সে বিশ্বসেরা ফুটবলার বল জালে পাঠাতেই গ্যালারিতে যেন বোমা ফাটল, হাজারো মানুষের মুখে তখন একটাই নাম- মেসি, মেসি, মেসি। 

পরে আরেকটি গোল করলেন তিনি, অবদান রাখলেন সতীর্থের গোলেও। বিশেষ উপলক্ষ এভাবেই আপন রূপে রাঙালেন তিনি, দলকে জিতিয়ে, সমর্থকদের আনন্দের সাগরে ভাসালেন লিওনেল মেসি।

শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে এটাই তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। 

এএফএ প্রীতি ম্যাচ আয়োজন না করলে নিজের মানুষদের সামনে, নিজের মাটিতে এরপর আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হবে না!

মনুমেন্তালের গ্যালারিতে উৎসবের ঢাকে তাই বিদায়ের রাগিনীর সুরও বেজেছে। মেসি সেই সুরে ভেসেই শুনিয়েছেন চেনা গানটি। বলা ভালো, দর্শকেরাই তার হয়ে গেয়েছেন, ‘ওলে, ওলে, ওলে…মেসি, মেসি, মেসি!’

মেসি গোল করলে যে গানটা আর্জেন্টাইনদের জাতীয় সংগীত, কিংবদন্তি সেই সংগীত বাজালেন একবার। কিন্তু দর্শকেরা গাইলেন ম্যাচ শুরুর বেশ আগে থেকে শেষ পর্যন্ত। যদিও এই ম্যাচ কোনো দিন শেষ হোক, সেটা সম্ভবত কোনো আর্জেন্টাইন-ই চাননি!

৩২৪ দিন পর আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল। ৭ গোল করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস দিয়াজের পাশেও বসলেন, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। 

দিয়াজ পেছনে পড়লেন ৭৯ মিনিটে। এবারও ডান প্রান্ত থেকে আলভারেজের ক্রস, বক্সের মাঝে দাঁড়ানো মেসি শুধু বাঁ পায়ের ছোঁয়ার বলের গতিপথ পাল্টে জালে পাঠিয়েছেন। কিংবা অন্য চোখে, আর্জেন্টিনা দলে বিদায়ী পূর্বসূরিকে ‘চামচে করে রসগোল্লা’ খাওয়ালেন উত্তর প্রজন্মের প্রতিনিধি!

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগামী জুনে বিশ্বকাপের আগে দেশের মাটিতে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। সেটা না হলে এই ম্যাচই হয়ে যাবে জাতীয় দলের জার্সিতে দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ! ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এটাই লিওনেল স্কালোনির দলের শেষ ম্যাচ, কিন্তু সেটা হবে ইকুয়েডরে।

এআর

Wordbridge School
Link copied!