• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২৫, ০৮:১৭ পিএম
টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, স্কোয়াডে আছেন যারা

ফাইল ছবি

চট্টগ্রামের মাটিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল পুনর্গঠনের পথে হাঁটল নির্বাচকরা। ক্যারিবীয়দের বিপক্ষে হতাশাজনক সিরিজের পর এবার একাধিক পরিবর্তনে সাজানো হয়েছে স্কোয়াড-যেখানে জায়গা করে নিয়েছেন এক অনভিষিক্ত ব্যাটার, আর বাদ পড়েছেন জাতীয় দলে নিয়মিত থাকা দুই ক্রিকেটার। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটিই হতে যাচ্ছে নতুন সংযোজন ও কৌশলগত সমন্বয়ের পরীক্ষার মঞ্চ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২৩ নভেম্বর ২০২৫) ঘোষিত দলে নেই পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম হোসেন। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া ২৬ বছর বয়সী ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচেই মুখোমুখি হবে দুই দল-তারিখ যথাক্রমে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি) লিটন কুমার দাস (ক্যাপ্টেন), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী আনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

এই সিরিজে নতুনদের পরীক্ষা, ব্যাটিং অর্ডারে সম্ভাব্য রদবদল এবং পেস আক্রমণে নতুন সমীকরণ-সব মিলিয়ে আয়ারল্যান্ডকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি এবার ভিন্ন রূপেই ধরা দিচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!