• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কবে শুরু হবে বিপিএল, জানাল আয়োজক কমিটি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ০৬:২২ পিএম
কবে শুরু হবে বিপিএল, জানাল আয়োজক কমিটি

ফাইল ছবি

ঢাকা: বিপিএলের ১২তম আসরের তারিখ ঠিক করেছে ফেলেছে আয়োজকরা। আগামী ১৯ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম।

বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিপিএলের আয়োজক কমিটির সদস্য ইফতেখার রহমান মিঠু।

বিপিএল নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তবে এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

পিএস

Wordbridge School
Link copied!