ঢাকা: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে ৩৯ রানে।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে গেছে ১৪২ রানে। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে এ সংগ্রহ গড়ে টাইগাররা।
রান তাড়ায় ১৮ রানের মধ্যেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় এক প্রান্ত ধরে রাখলেও একবারও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ।
শুরুতেই ম্যাথিউ হামপ্রিসের বলে মিডঅনে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম (৫ বলে ২)। পরের ওভারে হামপ্রিস তুলে নেন লিটন দাসকেও। বাংলাদেশ অধিনায়ক ৩ বলে করেন ১ রান। পারভেজ হোসেন ইমন ৬ বলে ১ করে হন মার্ক এডায়ারের শিকার। বাউন্সার ডেলিভারিতে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দেন বাংলাদেশি ওপেনার। ৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
বাংলাদেশের দুর্দশা আরও বাড়ে ম্যাকার্থির বলে সাইফ হাসান (১৩ বলে ৬) বোল্ড হলে। ১৮ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। পাওয়ার প্লের ৬ ওভারে ৪ উইকেটে মোটে ২০ রান তুলতে পারে স্বাগতিক দল।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তাওহিদ হৃদয় আর জাকের আলী। পঞ্চম উইকেটে ৩৪ বলে ৪৮ রান যোগ করেন তারা। জাকের বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন ১৬ বলে ২০ করে। ৬৬ রানে ৫ উইকেট হারানোর পরই কার্যত সব আশা ভরসা শেষ হয়ে যায়।
এরপর তানজিম হাসান সাকিব ৫, নাসুম আহমেদ ০ রানে সাজঘরে ফেরেন। একটা প্রান্ত ধরে ছিলেন তাওহিদ হৃদয়। ৩৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। তবে ততক্ষণে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়ে গেছে। শেষ পর্যন্ত ৫০ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়। এটিই টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা ইনিংস।
এসআই







































