• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্ট্রিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল পর্তুগাল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০২৫, ০১:০২ পিএম
অস্ট্রিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল পর্তুগাল

ছবি : সংগৃহীত

ঢাকা: কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেঅনূর্ধ্ব–১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ–প্রতিআক্রমণে খেলাকে জমিয়ে তোলে। তবে ৩২তম মিনিটে আনিসিও কাব্রালের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ডানদিক থেকে কুনহার অসাধারণ কাট-ব্যাক পাস ধরে বাঁ–পায়ের নরম টোয়ে গোল করেন কাব্রাল। 

গোলটির পুরো কৃতিত্ব কুনহার নিখুঁত সিদ্ধান্ত এবং পাসের। ৪১তম মিনিটে স্পট–কিক থেকে লিড দ্বিগুণ করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল। প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। ৮০তম মিনিটে হোপম্যানের দূরপাল্লার শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকলে ম্যাচে নতুন উত্তেজনা যোগ হতো। কিন্তু পর্তুগালের সলিড ডিফেন্স বারবারই দেয়াল হয়ে দাঁড়ায়। যোগ করা সময়েও গোল না পাওয়ায় অস্ট্রিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হয় সমতায় ফিরতে।

পিএস

Wordbridge School
Link copied!