• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেঁতুলিয়ায় তীব্রতর হচ্ছে শীত, তাপমাত্রা নেমে ১১.৭ ডিগ্রি


জেলা প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২৫, ০৯:৫৭ এএম
তেঁতুলিয়ায় তীব্রতর হচ্ছে শীত, তাপমাত্রা নেমে ১১.৭ ডিগ্রি

ডিসেম্বরের শুরুতেই দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট স্পষ্টভাবে বাড়তে শুরু করেছে। টানা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও হিমেল বাতাসে জনজীবন আগের চেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা হঠাৎই কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে—যা চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন।

সকাল ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ কারণে তেঁতুলিয়া–পঞ্চগড় মহাসড়কে যানবাহনগুলোকে নিম্নগতিতে চলতে দেখা গেছে। অনেকেই বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে সাবধানে যাতায়াত করেন। বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৭৯ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়।

এর আগের দিন সোমবার (১ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামার পর আজকের তাপমাত্রা সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। যদিও দুপুরে রোদ দেখা মিলছে, তবে ভোর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেশি অনুভূত হচ্ছে।

চাকলাহাট এলাকার অটোচালক ফারুক জানান, “ভোরে রাস্তায় নামলেই প্রচণ্ড ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। কুয়াশার কারণে রাস্তা ঠিকমতো দেখা যায় না। খুব সতর্কভাবে গাড়ি চালাতে হয়। যাত্রী কম থাকায় আয়ও আগের মতো হচ্ছে না।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী। আজ তা নেমে এসেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে, সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।”

এম

Wordbridge School
Link copied!