• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভোলা


নিউজ ডেস্ক জানুয়ারি ৯, ২০২৬, ১০:৩১ এএম
এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভোলা

ভোলার মনপুরা উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ছয়টার সময় ভূমিকম্প অনুভূত হয়। যা পুরো দ্বীপজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। ফজরের নামাজ চলাকালীন কম্পনের কারণে মসজিদ, মাদ্রাসাসহ ঘরবাড়ি, সরকারি-বেসরকারি অফিস ও হাসপাতাল ভবন দুলে ওঠে। এতে নামাজরত মুসল্লির মধ্যে ব্যাপক উদ্বেগ ও ভীতি তৈরি হয়।

ইসলামী আন্দোলনের আমির মাওলানা জসিম উদ্দিন এবং দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম এনায়েত উল্লাহ নুরনবী জানান, নামাজ চলাকালীন মসজিদ দোলায় ওঠায় মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দাদেরও জানান, ভূমিকম্পের সময় পুকুর ও জলাশয়ের পানি অস্বাভাবিকভাবে টলমল করতে দেখা গেছে।

মনপুরা উত্তর সাকুচিয়া ইউনিয়নসহ উপজেলায় বিভিন্ন প্রান্ত থেকে কম্পনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের ধারণা, ভারতের মণিপুর ও আসাম অঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে এ কম্পন অনুভূত হয়েছে।

গুরুত্বপূর্ণ হলো, গত বছর ২০২৪ সালের মে মাসেও মণিপুরে ৩.৫ মাত্রার ভূমিকম্পে মনপুরায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল। তবে এ ঘটনায় মনপুরা উপজেলায় এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন এবং উদ্ধারদল সতর্ক অবস্থায় রয়েছে, এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Wordbridge School
Link copied!