• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:৪১ পিএম
ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

ফাইল ছবি

পঞ্জিকার পাতায় আজ পৌষ মাসের ৩০ তারিখ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সঙ্গে কুয়াশাও পড়তে পারে। শৈত্যপ্রবাহটি আগামী ২-৩ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থান অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার এ অবস্থা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে।

আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীর সকালের তাপমাত্রা ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!