• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০, বাড়িঘর ভাঙচুর


ঝিনাইদহ প্রতিনিধি মার্চ ১২, ২০১৯, ০৫:৫১ পিএম
আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ছবি : সোনালীনিউজ

ঝিনাইদহ  : ঝিনাইদহ সদর উপজেলার পরানপুর গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ১৫টি বাড়িঘর। মঙ্গলবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে পরানপুর গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এ সময় আরব আলী, নায়েব আলী, মিলন হোসেন, কাশেম আলী, আকমল হোসেন, ছাত্তার শেখ, আফজাল শেখ, লাল মিয়া, রশিদ শেখ, কুরবান আলী, খোকন, নাদেম, কাশেমসহ উভয় পক্ষের ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!