• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একাত্তরের গণহত্যার প্রতিবাদে ১ মিনিট ব্ল্যাকআউট


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০১৯, ১০:১০ পিএম
একাত্তরের গণহত্যার প্রতিবাদে ১ মিনিট ব্ল্যাকআউট

ঢাকা: একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি গণহত্যার প্রতিবাদে ১ মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছে বাংলাদেশ। সোমবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।

একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই নির্মমতা স্মরণ করে সারাদেশে এই কর্মসূচি। তবে সব ধরনের জরুরি সেবা প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত ছিল।

ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে শ্রদ্ধা জানায় এবং এক মিনিট নিরবতা পালন করে। অন্যদিকে কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে তারা মোমবাতি প্রজ্বালন করে গণহত্যায় নিহত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানান।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!