• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসআই আকবরকে পালাতে সহায়তা করায় হাসান বরখাস্ত


সিলেট প্রতিনিধি অক্টোবর ২১, ২০২০, ০৯:০২ পিএম
এসআই আকবরকে পালাতে সহায়তা করায় হাসান বরখাস্ত

ফাইল ছবি

সিলেট : সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান উদ্দিনের (৩০) মৃত্যুর ঘটনায় হাসান উদ্দিন নামে পুলিশের আরেক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে সাহায্য করেছিলেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (সাময়িক বরখাস্ত) এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই হাসান উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
 
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়ে যাওয়ার পেছনে এসআই হাসানের সহযোগিতার বিষয়টি এসএমপির অভ্যন্তরীণ তদন্ত বেরিয়ে এসেছে। এ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!