• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যানীর বিরুদ্ধে দুদকের মামলা ৬ মাস স্থগিত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০১৬, ০১:৫৫ পিএম
এ্যানীর বিরুদ্ধে দুদকের মামলা ৬ মাস স্থগিত

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার বিচার কার্যক্রম ৬ মাস স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় অভিযোগ গঠন আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে। রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেডিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

১ কোটি ২৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালের ৯ অক্টোবর এ্যানীর বিরুদ্ধে নগরীর রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় গত ২৪ মে এ্যানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জর্জ আদালত।

এই অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে এ্যানীর পক্ষে রিভিশন মামলা দায়ের করেন অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সুমন। এই আবেদনের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আজ হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!