• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারকে হটিয়ে ফের শীর্ষে সাকিব


ক্রীড়া প্রতিবেদক জুন ২৪, ২০১৯, ০৮:০৮ পিএম
ওয়ার্নারকে হটিয়ে ফের শীর্ষে সাকিব

ফাইল ছবি

ঢাকা: দ্বাদশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তালিকায় আবারও শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। সোমবার (২৪ জুন) সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে ৫১ রান করে আউট হন সাকিব। এ ইনিংসের মাধ্যমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে আবারো শীর্ষে উঠেন তিনি।

৬ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন সাকিব। ব্যাটিং গড়- ৯৫ দশমিক ২০। এবারের আসরে এখন পর্যন্ত ৪৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪, ইংল্যান্ডের বিপক্ষে ১২১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করেছিলেন সাকিব।

৬ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে ৪৪৭ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার। ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪২৪ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!