• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় অসহায়দের পাশে দাঁড়ালেন দিপু চৌধুরী


চাঁদপুর প্রতিনিধি এপ্রিল ৪, ২০২০, ০৭:২৩ পিএম
করোনায় অসহায়দের পাশে দাঁড়ালেন দিপু চৌধুরী

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নে করোনা ভাইরাসের সঙ্কট মোকাবিলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর জৈষ্ঠ্য পুত্র সাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বড়লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে কর্মহীন ও অসচ্ছল দেড়শতাধীক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান বিতরণ করা হয়।

সাজেদুল হোসেন চৌধুরী দিপু জানান, করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে নিম্ন আয়ের অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যার সমর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে। আমি আশা করবো যারা সমাজে বিত্তবান আছেন, সকলেই সমর্থ অনুযায়ী মানুষকে সহায়তা করবেন। আর করোনা প্রতিরোধে সকলে আরো বেশি সচেতন হবেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব (উ:) থানা ছাত্রলীগের বিপ্লবী যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. কাদির জিলানী, সাধারণ সম্পাদক গফুর সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ফেরদাউস আহমেদ, ঢাকা পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, কচুয়া পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ফয়সল আহমেদ, যুবলীগ নেতা মোস্তফা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি রাজিব, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাব্বী আহমেদ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!