• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিডনি বিক্রি করে বিদ্যুৎ বিল দেবেন ‘সার্কিট’


নিউজ ডেস্ক জুলাই ৮, ২০২০, ১১:২৯ এএম
কিডনি বিক্রি করে বিদ্যুৎ বিল দেবেন ‘সার্কিট’

ঢাকা : বাংলাদেশ-ভারত দু’দেশেই সম্প্রতি বিদ্যুৎ বিল নিয়ে হইচই শুরু হয়েছে। ঢাকার জয়া আহসান থেকে মুম্বাইয়ের তাপসী পান্নুসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানালেন, অস্বাভাবিক বিলের কথা।

এবার সরাসরি প্রতিবাদের পথে না হেঁটে রসিকতার সুরে কটাক্ষ করেছেন ‘মুন্নাভাই’ সিরিজের সার্কিট। আরশাদ ওয়ার্শিকে জানালেন, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কিডনি বিক্রি করতে হবে।

বম্বে টাইমসে এ বিষয়ে সাক্ষাৎকার দেন আরশাদ। পরে এ প্রসঙ্গে টুইটারে লেখেন, “আপনারা অনুগ্রহ করে আমার আঁকা ছবি কিনুন। আদানি পাওয়ারকে বিদ্যুতের বিল মেটাতে হবে। পরের মাসের জন্য একটা কিডনি বরাদ্দ রাখলাম।”

জানা গেছে, প্রায় এক লাখ টাকার ওপর এসেছে আরশাদের বিদ্যুতের বিল।

এদিকে, এই ভাইরাল টুইট নিয়ে মজা লুটছেন অনেকে। আরশাদের রসিকতার তারিফও করেছেন অনেকে। এদের একজন তো বেশ সরস। তিনি লেখেন, “কিন্তু বিষয়টা হলো আপনার আঁকা ছবি কিনতে গেলে আমাকে যে কিডনি বেঁচতে হবে।”

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!