• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন মরগান


ক্রীড়া প্রতিবেদক জুন ১৮, ২০১৯, ০৭:৪৬ পিএম
ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন মরগান

ছবি সংগৃহীত

ঢাকা: দ্বাদশ বিশ্বকাপের ২৪তম ম্যাচে মোহাম্মদ নবী, রশিদ খানদের পিটিয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ম্যাচে ১৭টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান।

এউইন মরগান, জনি বেয়ারেস্টো ও জো রুটের ঝড়ো ব্যাটে ৬ উইকেটে ৩৯৭ রান করেছে স্বাগতিক দল। ম্যাচে ১৭টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। এদিন তিনি তুলে নিয়েছেন বিধ্বংসী এক সেঞ্চুরি। মাত্র ৫৭ বলে শতরান করেন মরগান। বিশ্বকাপ ইতিহাসে যা কীনা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৭১ বলে ১৪৮ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

এটি শুধু বিশ্বকাপেই নয়, ওয়ানডে ইতিহাসেই এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড! এতদিন রেকর্ডটি যৌথভাবে ছিল- রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের। তিনজনই এক ইনিংসে হাঁকিয়েছিলেন ১৬টি করে ছক্কা। ওয়ানডে ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক এখন ইয়ন মরগান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!