• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে বাজার ইজারা দরপত্র ক্রয় নিয়ে হামলা, আহত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৬, ০৯:৫৯ পিএম
জামালপুরে বাজার ইজারা দরপত্র ক্রয় নিয়ে হামলা, আহত

জামালপুর প্রতিনিধি  

জামালপুর শহরের 'সকাল বাজার' ইজারা দরপত্র ক্রয় নিয়ে ব্যবসায়ীদেরকে বাঁধা ও তাঁদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন ব্যবসায়ী আহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে জামালপুর পৌরসভার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে সকাল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম মধু(৫৬), সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ (৫০), যুগ্ম সাধারণ সম্পাদক মো.আকরাম হোসেন (৪৫), কমিটির উপদেষ্টা আজিজুল হক (৫৫) ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন (৪৫)কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি  করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জামালপুর শহরের সকাল বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভা থেকে গত ১ মার্চ শহরের সকাল বাজারটি এক বছরের জন্য ইজারা দরপত্র আহ্বান করা হয়। আজ বুধবার ওই ইজারা দরপত্র বিক্রির শেষ দিন ধার্য ছিল। এদিন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদের নেতৃত্বে ১৫-২০ জন ব্যবসায়ী পৌরসভায় দরপত্র ক্রয় করতে যান। কিন্তু গত দুই মাস ধরে সকাল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের সাথে সাবেক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বাজারের ইজারা দরপত্র ক্রয়ের সময় ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের ওপর শামীম আহম্মেদের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এতে সমিতির ১০ জন ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জামালপুর থানার ওসি(তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ পৌরসভায় দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ছাড়াও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইউনুস আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!