• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝড়ো সেঞ্চুরিতে নিজেকে ঝালিয়ে নিলেন চোটমুক্ত তামিম


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০১৮, ০৪:২৭ পিএম
ঝড়ো সেঞ্চুরিতে নিজেকে ঝালিয়ে নিলেন চোটমুক্ত তামিম

ফাইল ছবি

ঢাকা: ওয়ানডে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বার্ড (বিসিবি) একাদশ। আগে ব্যাট করতে নেমে ব্যাটিং প্রস্তুতিটা ভালভাবেই সেরে নিয়েছে ক্যারিবীয়রা। শাই হোপ আর রোস্টর চেসের হাফ সেঞ্চুরিতে  ৮ উইকেটে ৩৩১ রান তুলেছে উইন্ডিজ। তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরিতে বিসিবি একাদশও পাল্টা জবাব দিচ্ছে।  

সফরকারিদের ৩৩২ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে বিসিবি একাদশকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন সদ্য চোটমুক্ত তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ২৭ রান করে দলীয় ৮১ রানে ইমরুল সাজঘরে ফিরলেও সেঞ্চুরি হাঁকিয়েছে তামিম। রোস্টর চেসের বলে শাই হোপের স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৭৩ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৭ রান করেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।   

তামিমের বিদায়ের পর হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন মোহাম্মাদ মিঠুন। মাত্র ৫ রান করে বিদায় নিয়েছেন তিনি। এরপর আরিফুল হককে নিয়ে কাংঙ্ক্ষিত লক্ষ্যে এগোচ্ছিলেন সোম্য। কিন্তু ২১ রান করে দেবেন্দ্র বিশুর শিকার হন আরিফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। সৌম্য সরকার ৫৮ এবং তৌহিদ হৃদয় ০ রানে অপরাজিত আছেন।  

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। বিসিবি একাদশের অধিনায়ক হয়েও মাশরাফি ক্যারিবীয় অধিনায়কের সঙ্গে টস করলেন রুবেল হোসেনকে দিয়ে।

উড়ন্ত সূচনা এনে দেন কাইরন পাওয়েল ও শাই হোপ। দুই ক্যারিবীয় ওপেনার কাইরন পাওয়েল ও শাই হোপ ১০১ রানের জুটি উপহার দেয় দলকে। পাওয়েল ব্যক্তিগত ৪৩ রানে ফিরে গেলেও ড্যারেন ব্রাভোকে নিয়ে এগিয়ে যান হোপ। ৫৮ রানের জুটি গড়েন তারা। তবে ১৫৯ থেকে ১৭৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

সেখানে ঘুরে দাঁড়িয়ে দলকে বিশাল সংগ্রহ পাইয়ে দিয়েছেন ৫১ বলে ৬৫ রানে অপরাজিত থাকা রোস্টন চেজ। তাঁর ও ফাবিয়েন অ্যালেনের (৪৮) ঝড়ে শেষ ১০ ওভারে ৯৯ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে স্বাগতিক বোলারদের ওপর স্টিম রোলার চালান রোস্টন চেজ ও ফাবিয়ান অ্যালেন। ব্যাটকে তলোয়ার বানিয়ে মাশরাফি-রুবেলদের কচুকাটা করেন তারা। ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৮ করে ফেরেন অ্যালেন।

অন্তিমলগ্নে দ্রুত কিম পল ও সুনিল আমব্রিস ফিরলেও চেজ টর্নেডো চলেছেই। ৫১ বলে ৬ চার ও ১ ছক্কায় হার না মানা ৬৫ রান করেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম স্পেলে ৪ ওভার বল করে বিশ্রামে যান মাশরাফি। পরে আবার মাঠে ফিরে মারলন স্যামুয়েলসের উইকেট শিকার করেন তিনি। ২ উইকেট নিয়েছেন রুবেল। নাজমুল ও মেহেদী হাসান রানা ২টি করে উইকেট নেন।

সোনালীনউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!