• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেমি. ওপরে


নীলফামারী প্রতিনিধি জুলাই ১৩, ২০২০, ১০:৪৯ এএম
তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেমি. ওপরে

ঢাকা : তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

রোববার (১২ জুলাই) দিবাগত রাত ১২টায় তিস্তার নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের এই রেকর্ড পরিমাপ করা হয়। এর আগে সন্ধ্যায় এই পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের  এই তথ্য জানান। নদীর পানি বেড়ে যাওয়ায় রাতে লালমনিরহাটের তিস্তা নদীর তীরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং করা হয়।
 
সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!